প্রকাশিত: Wed, Dec 27, 2023 10:39 PM
আপডেট: Mon, Jan 26, 2026 12:53 AM

[১]‘প্যারাসাইট’ অভিনেতা লি সান-কিউনের মৃতদেহ গাড়ি থেকে উদ্ধার

রাশিদুল ইসলাম: [২] সিউলের পুলিশ জানিয়েছে, একাডেমি পুরস্কার বিজয়ী চলচ্চিত্র ‘প্যারাসাইট’-এ তার অভিনয়ের জন্য পরিচিত দক্ষিণ কোরিয়ার অভিনেতা লি সান-কিউন মারা গেছেন। সিএনএন

[৩] পুলিশ একটি বিবৃতিতে বলেছে যে তারা তাদের হটলাইনে লির ম্যানেজারের কাছ থেকে তার নিখোঁজ হওয়ার অভিযোগ পায়। এরপর বুধবার সকালে লিকে মৃত অবস্থায় সিউলের প্রাণকেন্দ্রের একটি পার্কে তার গাড়িতে পাওয়া যায়। পুলিশের ধারণা লি আত্মহত্যা করে থাকতে পারেন। লি সান কিয়োনের বয়স হয়েছিল ৪৮ বছর।

[৪] লি ‘প্যারাসাইট’-এ পার্ক পরিবারের পিতা পার্ক ডং-ইকের ভূমিকার জন্য প্রশংসা পেয়েছিলেন। কোরীয় বার্তাসংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে, বাড়ি থেকে বের হওয়ার আগে একটি ‘সুইসাইড’ নোট লিখেছিলেন তিনি।

[৫] লি সান কিয়োনের বিরুদ্ধে গত অক্টোবরে অবৈধ মাদক গ্রহণের অভিযোগে তদন্তে নামে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। তার মৃত্যুতে নির্মাতা ও অভিনয়শিল্পীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। 

[৬] ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘প্যারাসাইট’ ২০২০ সালের অস্কার আসরে সেরা সিনেমাসহ চারটি পুরস্কার পায়। সম্পাদনা: ইকবাল খান